• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রথম প্রযোজিত সিনেমার সাড়া দেখে সত্যি আনন্দিত : আলিয়া 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৪ পিএম
আমার প্রথম প্রযোজিত সিনেমা
আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : আমির খান ও কারিনা কাপুর অভিনীত সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা দুটি। যদিও দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমাটি নতুন রেকর্ড গড়ে সবাইকে চমকে দিয়েছে।

সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পরই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ডার্ক কমেডিধর্মী এই সিনেমাটিতে আলিয়ার অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে। যার প্রভাব পড়েছে দর্শক ভিউয়ে। দর্শক ভিউয়ে সিনেমাটি বর্তমানে বিশ্বের ১৬টি দেশের মধ্যে শীর্ষ ১০-এ অবস্থান করছে।

মুক্তির পর থেকে ডার্লিংস সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কেনিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোসহ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ১৬টি দেশের শীর্ষ ১০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।

আলিয়া বলেন, ‘ডার্লিংস সবসময়ই আমার জন্য একটি অনন্য এবং বিশেষ সিনেমা। আমি স্ক্রিপ্ট পড়ার সাথে সাথেই সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, এর চেয়ে বড় পরিসরে দর্শকদের কাছে এই ভিন্ন ভিন্ন গল্প পৌঁছে দিতে চেয়েছিলাম। যে কাজে পাশে থেকেছে নেটফ্লিক্স। কৃতজ্ঞতা তাদের প্রতি। আমার প্রথম প্রযোজিত সিনেমার এমন সাড়া দেখে আমি সত্যি আনন্দিত। মুক্তির প্রথম সপ্তাহে শীর্ষ দশে জায়গা করে নেওয়া অবিশ্বাস্য! এটা শুধু আমার নয়, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিরাট একটি অর্জন। আমার বিশ্বাস দর্শকদের এই ভালোবাসা অব্যাহত থাকবে।

সিনেমাটির নির্মাতা জাসমিত কে রিন বলেন, ‘আমাদের ভালোবাসা আর শ্রমে নির্মিত ডার্লিংসকে সারাবিশ্বের দর্শকরা এভাবে গ্রহণ করবে, ভাবতে পারিনি। একজন ফিল্মমেকার হিসেবে এটা দেখে ভালো লাগছে যে, সারাবিশ্বের দর্শকরা একটি বোতামে ক্লিক করে ডার্লিংস দেখছে এবং প্রথম সপ্তাহে এমন অর্জন সত্যি গর্বের।’

গৌরী খান, আলিয়া ভাট ও গৌরব ভার্মা প্রযোজিত ডার্লিংস একটি ডার্ক কমেডি। সিনেমাটি পরিচালনা করেছেন জাসমিত কে রিন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image