নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইয়ুব স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করতে তাঁর ভূমিকা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে প্রয়াত সিরাজুল আলম খানের পরিবার পরিজন ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: