• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কামরাঙ্গীরচরে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম
কামরাঙ্গীরচরে, স্বামীর, মৃত্যুর শোকে, স্ত্রীর, আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে স্বামীর আত্মহত্যার শোকে তার স্ত্রীও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। 

শনিবার (৩১ আগস্ট) সকাল ছয়টার দিকে মোঃ শুভ (২৩) নামে এক যুবক কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড়ের রক্সির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত শুভ ঢাকার সাভারের লুটের চর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি তার স্ত্রী মিম আক্তার (২২) সহ কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান জানান, সকাল দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের টিনের চালের এংগেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

শুভর মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী মিম আক্তারও কামরাঙ্গীরচর থানায় আসেন। সেখানেই স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মিম থানার ওয়াশরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কামরাঙ্গীরচর থানার ওসি (তদন্ত) ফজলুর রহমান জানান, মিম আক্তার ওয়াশরুমে প্রবেশের পর দীর্ঘক্ষণ তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দুই নারী পুলিশ কনস্টেবল দরজা ভেঙে দেখতে পান মিম গলায় ওড়না পেঁচিয়ে গ্রিলের সাথে ঝুলে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি ফজলুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই শুভ আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় মিম আক্তার এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শুভর মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে এবং মিমের অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা কাজ করছেন।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image