• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আগামীকাল ১০ ডিসেম্বরের মতোই পাহারায় থাকবো: কাদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৭ পিএম
ললিপপ,কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

মোহাম্মদ রুবেল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুক্রবার ঢাকাসহ সারাদেশে আমরা ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবো। 

তিনি বলেন, গণমিছিলের নামে বিএনপি সহিংসতা করবে,আগুন নিয়ে আসবে, ভাঙচুর করবে,তো আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো?

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেছেন। 

বর্তমান সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফার পাশাপাশি খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় গণমিছিল কর্মসূচি  পালন করার কথা রয়েছে বিএনপির।  

উল্লেখ্য,গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপির কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।

মেট্রোরেলের ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে।

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর পরাজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নানা বিবেচনা হয়। জনমত জরিপে জাতীয় পার্টির প্রার্থী সেখানে এগিয়ে ছিলেন। আমাদের ভেতরে কিছু সমস্যাও আছে। না হলে ভোটের এত ব্যবধান হওয়ার কথা না।

তিনি আরও বলেন,আমরা তো কেউ যাইনি, প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেইনি। আমরা আগেই জানতাম, এখানে (রংপুর) এগিয়ে আছে জাতীয় পার্টির প্রার্থী। কোনো বাড়াবাড়ি হয়নি সরকারি দল থেকে। আমরা পিছিয়ে আছি বলে এগিয়ে যাওয়ার জোর করে চেষ্টা করিনি। সেদিক থেকে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এমআর

আরো পড়ুন

banner image
banner image