• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হয়রানিমূলক মামলা বন্ধ না করলে আন্দোলন আরও বেগবান হবে : ডিইউজে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪১ পিএম
হয়রানিমূলক মামলা বন্ধ
ডিইউজে

নিউজ ডেস্ক : সংবাদ প্রকাশের সূত্র ধরে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আর্থিকখাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় যে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে সেটা একটি বিশেষ গোষ্ঠীর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টার অংশ। কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করলেই ওই গোষ্ঠী মামলা, হামলা ও হুমকি ধামকি দিয়ে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালায়। এই ধরণের হয়ারানিমূলক মামলা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর হামলা বন্ধ, সকল মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অন্যথায় সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সঙ্কট নিরসনে চলমান আন্দোলন আরো বেগবান করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image