• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিবন্ধীর পাশে 'নবীনকণ্ঠ মানবিক সংগঠন'


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম
সংগঠনের মূল লক্ষ্য অসহায়, গরীব, অনাথ, প্রতিবন্ধীদের পাশে দাড়ানো
প্রতিবন্ধীর হাতে নগদ অর্থ প্রদান

আমান উল্লাহ খাঁন ফারাবী, চাঁদপুর প্রতিনিধি: সামাজিক সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের মধ্যে যে সকল অসহায়, গরীব, অনাথ, প্রতিবন্ধীদের পাশে দাড়ানো।  এরি মধ্যে লক্ষ্য ও উদ্দ্যেশ্যকে বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে 'নবীনকণ্ঠ মানবিক সংগঠন'। 

২৫ সেপ্টেম্বর, শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া (উত্তর) ইউনিয়নের উপাদিক গ্রামের তালুকদার বাড়ির মোঃ শহিদ হোসেনের প্রতিবন্ধী একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া মোঃ হানিফকে (২০) ৫০০০/= হাজার টাকা সহায়তা করেন নবীনকণ্ঠ মানবিক সংগঠনের নেতৃবৃন্দ। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ খাঁন ফারাবীর উপস্থিতিতে ৫হাজার টাকা নগদ অর্থ তুলেদেন প্রতিবন্ধী মোঃ হানিফ ও তার বাবা মোঃ শহিদ তালুকদারের হাতে। 

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, হানিফ একজন শারীরিক প্রতিবন্ধী, তার বাবা দিনমজুর, সংসারের অবস্থা একেবারেই খারাপ। স্থানীয় দের সহযোগিতায় তাদের সংসার চলে। সে প্রতিবন্ধী থাকা সত্তেও গাজীপুর একটি বেকারিতে কাজ করতেন, সড়ক দুর্ঘটনায় এক্সিডেন্ট হওয়ার পর এখন আর সে কোন কাজ করতে পারে না। আমর তার খোজ কবর জানার পর সংগঠনের নেতৃবৃন্দরা সহযোগিতার জন্য এগিয়ে আসি। নবীনকণ্ঠ মানবিক সংগঠন প্রতিষ্ঠা থেকেই অসহায়, এতীম, প্রতিবন্ধী, গরীবদের সহায়তা করে আসছে। গত ঈদুল আযহা ও ঈদুল ফিতের সময় যেসকল গরীব ও অসহায় ফ্যামিলি আছে তাদের মাঝে সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি মাসে নির্ধারিত সময়ে যেসকল অসহায় অসুস্থ্য ব্যক্তি আছে তাদের মাঝে বিভিন্ন ভাবে সহায়তা করা হয়।

তারা আরো বলেন, এসহায়তা অব্যাহত থাকবে। আমরা এসংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারন করে সবসময় অসহায়, গরীব, এতীম, প্রতিবন্ধীদের পাসে দাড়াবো, সর্বক্ষণিক তাদের সহায়তায়া এগিয়ে যাবো। একটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা বলবো এধরনের যেসকল সংগঠন আছে তারা যেন এসকল ব্যক্তিদের মাঝে সবসময় দাড়ায়। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদন্য, মোঃ ফয়সাল, মোঃ ইউছুফ, মোঃ তারেক ও হাফেজ মোঃ আব্দুল্লাহ।

উল্লেখ্য: গত ঈদুল আযহার ৪দিন আগে প্রতিবন্ধী মোঃ হানিফ ফরিদগঞ্জ উপজেলার হক মার্কেট এলাকায় মটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় আহত হন। হানিফ প্রতিবন্ধী হওয়ায় বলতে পারে নাই কে বা কাহারা তাকে মটর সাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে করে তার ডান হাতের এক অংশ ভেঙ্গে যায়। হানিফের বাবা দিনমজুর হওয়ায় ছেলের সিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে। 

ঢাকানিউজ২৪.কম / আমান উল্লাহ খাঁন ফারাবী

আরো পড়ুন

banner image
banner image