• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহের সাবেক ওসি সরোয়ারসহ তিন ছেলের বিরুদ্ধে দুদকের মামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৩ পিএম
সাবেক ওসি ও তিন ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার ও তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল।

রাম প্রসাদ মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক অবসরপ্রাপ্ত ওসি গোলাম সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত কাজ চলে আসছিল। তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে বিজ্ঞ আদালত এখনো কোনো মতামত কিংবা নির্দেশনা দেয়নি জানান দুদকের এ কর্মকর্তা।

এ বিষয়ে সাবেক ওসি গোলাম সরোয়ার জানান, দুর্নীতি করে তিনি কোনো সম্পদ অর্জন করেননি। এ ব্যাপারটি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image