• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামায়াতের হামলায় ১০ পুলিশ আহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম
পুলিশের বাধা উপেক্ষা করে
police hospital p

নিউজ ডেস্ক:  জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য। শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রামপুরার আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি মালিবাগ মোড় পর্যন্ত চলে আসে। সেখানে পৌঁছা মাত্রই মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে মিছিলকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত পুলিশের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ডিএমপি।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসি নিউমার্কেট জোনের এসি শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা জোনের এসি বায়েজীদুর রহমান, রমনা থানার এসআই শহীদুল ওসমান মাসুম, এসআই সুবীর কুমার কর্মকার, এসআই হাবিবুর রহমান, এসআই মোহাইমিনুল হাসান, এএসআই কবির হোসেন, এএসআই ফিরোজ মিয়া, পিওএম পূর্বের কনস্টেবল সৌরভ নাথ ও কনস্টেবল সাদী মোহাম্মদ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় পুলিশ মিছিলকারীদের ওপরে টিয়ার গ্যাস ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়া লাঠিপেটা করে ছত্রভঙ্গ দেয়। কিন্তু তাদের আঘাতে পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। যারা বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ‘এসি রমনা ও এসি নিউমার্কেটসহ পুলিশের ১০ সদস্য মিছিলকারীদের হামলায় আহত হয়েছেন। এ সময় জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

ডিসি শহীদুল্লাহ বলেন, ‘জামায়াত-শিবিরের ব্যানারে এই মিছিলটি মালিবাগ মোড় পর্যন্ত আসে এবং পুলিশের ওপর অতর্কিত হামলা করে। পুলিশ টিয়ার গ্যাস ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে ডিএমপিআহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে ডিএমপি

পরে ওই বিচ্ছিন্ন মিছিলের সঙ্গে পুলিশের কয়েক মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে মালিবাগসহ আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা শান্তিবাগের দিকে গলিতে ও মৌচাকের দিকে চলে যায়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মিছিল থেকে জামায়াতের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image