• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়ায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম
আখাউড়ায় বাবার ওপর অভিমান করে ছেলের
আত্মহত্যা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বাবার ওপর অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তানজিবুল ইসলাম খাদেম দূর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঠিকমতো লেখাপড়া না করা ও লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনা না করা ও অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়। রোববার দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image