• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ২৫৫ রুপিতে ১ ডলার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
খোলাবাজারে তা ৭ শতাংশ বা
পাকিস্তানি মুদ্রা

নিউজ ডেস্ক: ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মান গত বৃহস্পতিবার ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এতে প্রতি ডলারের দাম ২৫৫ রুপিতে দাঁড়িয়েছে। গত দুই দশকের মধ্যে এটি দেশটির মুদ্রার রেকর্ড দরপতন।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বুধবার ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দাম ছিল ২৩০ দশমিক ৯ রুপি। বৃহস্পতিবার সেই দাম হয় ২৫৫ দশমিক ৪ রুপি। অর্থাৎ এক দিনে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার আনুষ্ঠানিক দাম প্রায় ২৩ রুপির বেশি কমেছে। আর খোলাবাজারে তা ৭ শতাংশ বা ১৯ টাকা কমে ২৬২ রুপিতে পৌঁছায়। খবর- সিএনএন।

দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী কোম্পানিগুলো গত বুধবার পাকিস্তানের খোলাবাজারে মুদ্রার বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ঘোষণা দেয়। এর পরদিনই ডলারের বিপরীতে রুপির এমন দরপতন হয়েছে।

পাকিস্তানি ব্রোকারেজ হাউস জেএস গ্লোবালের মতে, মুদ্রার এত দরপতন ১৯৯৯ সালের পর এই প্রথম ঘটেছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image