
হেলালুর রহমান, চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেসরকারি সংগঠণ ভূমিহীন উন্নয়ন সংস্হা (এলডিও)'র কার্যালয়ে ভূমিহীন নেতা ওম্বর আলীর সভাপতিত্বে এবং এলডিও'র নির্বাহী পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এসএম হাবিবুর রহমান,সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন ও বে-সরকারি সংস্থা হার্ডোর নির্বাহী পরিচালক মো.জাহাঙ্গীর আলম মধু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিএমএস'র নির্বাহী পরিচালক মো.আনিসুর রহমান,এসডিবি'র নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান,ভূমিহীন নেতা মো. ইসরাইল আলম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসহ নানা ক্ষেত্রের এক ও অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। দেশের জলাভূমি রক্ষা ও সংরক্ষণে দেশের জনগণকে আরো বেশি সচেতন হতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: