
লাইফস্টাইল ডেস্ক: সিরামিকসে দেখা যাচ্ছে জামদানি ও নকশিকাঁথার নকশা। দেশীয় উৎসবে জনপ্রিয়তা তো পাচ্ছেই, দেশের বাইরেও কিনে নিয়ে যাচ্ছেন অনেকে।
সিরামিকের ওপর চলতি ধারার নকশার বাইরেও নানা সময় জনপ্রিয় হয়ে ওঠে ঐতিহ্যবাহী ডিজাইন। যেমন জামদানি ও নকশিকাঁথা মোটিফের সিরামিকের ডিনার সেট, টি–সেট, মগ, হান্ডি, ফুলদানি ইত্যাদি।
অনেক আগে থেকেই আড়ং, কুমুদিনী হ্যান্ডিক্র্যাফটস ও অঞ্জন’স–এ জামদানি এবং দেশীয় নকশার বিভিন্ন ধরনের তৈজস বাজারজাত করে। টেরাকোটা নকশা ফুটিয়ে তোলা তৈজসও মানুষ পছন্দ করছেন ইদানীং। নববর্ষের সময় যেমন মাটির তৈরি তৈজসের কদর বেড়ে যায়। তবে সিরামিকের ওপর করা টেরাকোটার তৈজসের বিশেষত্ব হচ্ছে—এগুলো দেখতে মাটির মতো মনে হলেও আদতে সিরামিকের তৈরি।
ঢাকানিউজ২৪.কম / ডি
আপনার মতামত লিখুন: