• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাসনকোসনে থাকুক ঐতিহ্যের ছোঁয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:১৫ পিএম
বাসনকোসনে থাকুক ঐতিহ্যের ছোঁয়া
ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: সিরামিকসে দেখা যাচ্ছে জামদানি ও নকশিকাঁথার নকশা। দেশীয় উৎসবে জনপ্রিয়তা তো পাচ্ছেই, দেশের বাইরেও কিনে নিয়ে যাচ্ছেন অনেকে।

সিরামিকের ওপর চলতি ধারার নকশার বাইরেও নানা সময় জনপ্রিয় হয়ে ওঠে ঐতিহ্যবাহী ডিজাইন। যেমন জামদানি ও নকশিকাঁথা মোটিফের সিরামিকের ডিনার সেট, টি–সেট, মগ, হান্ডি, ফুলদানি ইত্যাদি।

অনেক আগে থেকেই আড়ং, কুমুদিনী হ্যান্ডিক্র্যাফটস ও অঞ্জন’স–এ জামদানি এবং দেশীয় নকশার বিভিন্ন ধরনের তৈজস বাজারজাত করে। টেরাকোটা নকশা ফুটিয়ে তোলা তৈজসও মানুষ পছন্দ করছেন ইদানীং। নববর্ষের সময় যেমন মাটির তৈরি তৈজসের কদর বেড়ে যায়। তবে সিরামিকের ওপর করা টেরাকোটার তৈজসের বিশেষত্ব হচ্ছে—এগুলো দেখতে মাটির মতো মনে হলেও আদতে সিরামিকের তৈরি।

ঢাকানিউজ২৪.কম / ডি

আরো পড়ুন

banner image
banner image