সিলেট প্রতিনিধি : সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষনিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
সিলেট আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ঢাকা থেকে দূরত্ব ছিল ২৫০ কিলোমিটার।
এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। যার স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ড এবং এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: