
সুমন দত্ত :
জাতীয় স্থানীয় সরকার দিবস' উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন ৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। সভাপতিত্ব করেন মুহাম্মদ ইব্রাহিম, সচিব, স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, কার্যকর এবং স্বাবলম্বী করার জন্য স্থানীয় সরকার বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের ৩০ জুন জাতীয় সংসদে বক্তব্য দেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ' অনুযায়ী স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্ববলম্বী করার বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিনির্মানের জন্য জন-অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বর্তমান সরকার সেবা সহজীকরণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য বদ্ধ পরিকর।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: