আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে আজ (সোমবার) ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। (খবর : সংবাদমাধ্যম আলজাজিরা)
অ্যাক্সিওস বলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, সোমবার (৫ আগস্ট) সকালের দিকেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান ও হিজবুল্লাহ।
প্রতিবেদনে বলা হয়, রোববার বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কনফারেন্স করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। এই সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহর আক্রমণ সোমবার শুরু হতে পারে। এ বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
টাইমস অব ইসরাইল বলেছে, ইসরাইলে হামলা প্রতিরোধ করতে আগেভাগেই ইরানে হামলার অনুমোদন দিতে পারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা মোসাদ, শিন বেত, এর প্রধানদ্বয় ডেভিড বারনিয়া এবং রোনেন বার’কে মিটিংয়ে ডেকেছিলেন নেতানিয়াহু। এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) চিফ অব স্টাফ হারভি হ্যালেভি।
যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য নিয়ে গঠিত জি-৭। এই সব দেশগুলোই মার্কিন মিত্র। মূলত ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সমন্বয় করে যতটা সম্ভব ইসরাইলের ওপর ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধের মাত্রা কমিয়ে আনতে শেষ মুহূর্তের কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করার জন্য তিনি এই বৈঠক করেছেন। তাদের হামলার মাত্রা সীমিত করাকে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর সর্বোত্তম সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৩০ জুলাই) লেবাননের রাজধানী বৈরুতে একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শোকর নিহত হন। হিজবুল্লাহ কমান্ডার শোকর নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এরপরই আশঙ্কা দেখা দিয়েছে, হিজবুল্লাহ ও হামাস একসঙ্গে ইসরাইলের ওপর হামলা চালাতে পারে।
এমন পরিস্থিতিতে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: