• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে আন্তর্জাতিক সেমিনার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৪ পিএম
ইবির
আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে আন্তর্জাতিক সেমিনার

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভুক্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের হল রুমে ‘ইসলামী আইনাশাস্ত্রের আহলে হাদিস ও আহলে রায়ের বৈচিত্রময় পদ্ধতি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি এ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্কুল অফ ল’ এর শিক্ষক ও ইবনে রুশদ সেন্টার অফ এক্সিলেন্সের ইসলামী গবেষণা পরিচালক ও গবেষনা প্রধান ড. শাহরুল হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, প্রফেসর ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলাম, প্রফেসর ড. আবুবকর মোঃ জাকারিয়া মজুমদার, প্রফেসর মোছাঃ হামিদা খাতুন ও এ্যাসোসিয়েট প্রফেসর ড. আলতাফ হোসেন।

সেমিনারে ড. শাহরুল হোসাইন ফিকহের আদর্শিক বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এছাড়া আহলে হাদিস এবং আহলে রায়ের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা মূখ্য আলোচকের নিকট বিভিন্ন প্রশ্ন করেন এবং তিনি তার বিশ্লেষাত্মক উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে ইবনে রুশদ ইসলামিক রিসার্স সেন্টার ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মধ্যে এম ও ইউ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিভাগ ও রিসার্স সেন্টারের মধ্যে যৌথভাবে গবেষণা ও একাডেমিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image