• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেয়ালে অব্যবহৃত জিনিস দিয়ে বিভিন্ন নকশার মুর‍্যাল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
বিভিন্ন নকশার মুর‍্যাল
রাস্তার পাশের দেয়ালজুড়ে বোতলের কার্ক

বিনোদন ডেস্ক : নানা রঙের ম্যুরাল দিয়ে শহরের রাস্তার পাশে গোটা দেয়ালজুড়ে। আর এই ম্যুরালগুলো তৈরি হয়েছে বাহারি রঙের প্লাস্টিক বোতলের কর্ক দিয়ে। ভেনেজুয়েলার রাজধানী কাকারাস থেকে ৪২ কিলোমিটার পূর্বে অবস্থিত গুয়াতির শহর। সেই শহরের রাস্তার পাশের দেয়ালজুড়ে দেখা মিলছে বোতলের কার্ক দিয়ে তৈরি ।

গুয়াতির শহরের ২৫ বছর বয়সী শিল্পী অস্কার অলিভারেস। তিনি দেয়ালজুড়ে মেলে ধরেছেন বিভিন্ন নকশার ম্যুরাল। অব্যবহৃত ৩ লক্ষাধিক প্লাস্টিকের বোতলের কর্ক সংগ্রহণ করেছেন অলিভার। এ জন্য অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তার এই উদ্যোগের জন্য ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি।

অলিভারের চিত্রকর্ম দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন সেই সঙ্গে অনেকে আবার ম্যুরাল তৈরিতে সাহায্যও করেছিলেন। অলিভারকে সাহায্য করার জন্য শহরের স্কুলের একদল শিক্ষার্থীও হাজির হয়েছিলেন।

অলিভার মূলত পুনর্ব্যবহারের সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন। তার মতে এই ম্যুরাল এর মাধ্যমেই অনেকে জীবনে প্রথমবারের মতো পুনর্ব্যবহারের অভিজ্ঞতা নিয়েছেন। তার ধারণা, এ উদ্যোগের মাধ্যমে মানুষ পুনর্ব্যবহারের অভ্যাস বজায় রাখবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image