• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীতে সহিংসতায় সাত পুলিশ ও এক আনসার সদস্য ঢামেকে নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৭ এএম
রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতায় সাত পুলিশ ও এক আনসার সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতায় গুলিবিদ্ধ সাত পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্যকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের আট জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত পুলিশ সদস্যরা হলেন আব্দুল মজিদ (৪৫), এস আই সুজন চন্দ্র দে (৪১), এ এসআই ফিরোজ হোসেন (৪৮), আবু হাসনাথ রনি (২৪), এস আই খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯), কনস্টেবল শাহিদুল আলম (৪৮), কনস্টেবল রেজাউল করিম (৪৮) এবং আনসার সদস্য আবু জাফর (৪৬)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক বাচ্চু মিয়া নিশ্চিত করেন যে, গুলিবিদ্ধ আটজনকে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image