• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চন্দ্রিমা উদ্যান মোড়ে বিহঙ্গ পরিবহনের বাস উল্টে গেল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৭ পিএম
চন্দ্রিমা উদ্যান মোড়ে
বিহঙ্গ পরিবহনের বাস উল্টে গেল

নিউজ ডেস্ক : রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের মধ্যে সমর হালদার (২৬) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত সমর হালদার জানান, তিনি একটি কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সকালে পুরানা পল্টনের বাসা থেকে বের হন আগারগাঁওয়ে অফিসে যাওয়ার উদ্দেশে। বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে যাওয়ার সময় বাসটি অন্য কোনো গাড়ির ধাক্কায় রাস্তার মাঝখানেই উল্টে যায়। বাসটিতে তখন ৩০-৩৫ যাত্রী ছিলেন। এদের মধ্যে কমবেশি সবাই আহত হয়েছেন।
 
উৎপল বড়ুয়া বলেন, বুধবার সকালে চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তিনি বলেন, দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বাসের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image