
নিউজ ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা, ইউএস-বাংলা এয়ারলাইন্স। (শুক্রবার, ১৯ নভেম্বর) সকালে বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ফ্লাইটটির উদ্বোধন করেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী।
মালদ্বীপে সরাসরি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আকাশ পথে নতুন দিগন্তের উন্মোচন করলো ইউএস-বাংলা।
প্রতিষ্ঠানটির এমডি জানান প্রাথমিকভাবে ৩টি ফ্লাইট চালু করলেও পর্যায়ক্রমে সপ্তাহে ৭টি ফ্লাইট চালু করা হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির। এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
ঢাকা-মালে রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন মঙ্গলবার, শুক্রবার ও রোববার ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: