
ডেস্ক রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবে।
সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাইবাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে।’
মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি সার্চ কমিটিতে নাম না দিলেও তারা নির্বাচনে আসার ব্যাপারে আমরা আশাবাদী। নির্বাচনে না এসে সন্ত্রাস করে তারা কোন দিনও সরকারের পতন ঘটাতে পারবে না। তারা ২০০১-২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল। দেশের গণতন্ত্র চরমভাবে অনিশ্চয়তায় পড়েছিল। জঙ্গিদের উত্থানে জননিরাপত্তা বিঘ্নিত হয়েছিল।’
বিএনপির উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা কাকে নিয়ে আন্দোলন করবে। আন্দোলন করতে হলে তো জনসমর্থন লাগে। এখন তাদের সেই জনসমর্থনও নেই। আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত।’
আগামী নির্বাচনে জিতে আসতে পারলে আওয়ামী লীগ বিএনপিকে অভিনন্দন জানাবেন বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: