
নিউজ ডেস্ক: বিএনপি ভাঙ্গার চেষ্টা করছে সরকার। এই সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। দেশ এই সরকারের হাতে জিম্মি হয়ে গেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, আজ দেশের অবস্থা ভয়াবহ। সমস্ত বাংলাদেশ বিপদগ্রস্থ হয়ে গেছে। বিএনপি নয়, জাতি বিপদগ্রস্থ। বিএনপি সংগঠিত হয়েছে। রাষ্ট্রবিরোধী জবরদখলকারী এই সরকার। রাষ্ট্রের মূল আত্মা ধ্বংস করেছে। সবধরনের অধিকারই হরণ করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেম ও মানবতার লেশমাত্র নেই। দেশপ্রেম থাকলে দেশকে জিম্মি করতে পারে না।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনও নির্বাচনে এ দেশের মানুষ অংশ নিবেনা। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরাও যাবো না। তারা দেওলিয়া হয়ে গেছে, এজন্য অন্যদের দল ভাঙতে চায়, এগুলো করে লাভ হবে না।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: