• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে বন্যার্ত ৬'শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ এম,পি তৌফিেকর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৯ পিএম
বন্যার্ত ৬'শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মিঠামইন প্রতিনিধি, কিশোরগঞ্জ: মিঠামইন উপজেলা সদরে গতকাল ২১ ই জুন মঙ্গলবার বিকালে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কিশোরগঞ্জ ৪ আসনের এম, পি রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে মিঠামইন সদরের আশে পাশের হাওরের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতি গ্রস্থ পরিবারদের দেখতে যান,এবং তাদের সাথে কথা বলেন। তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও যান।

পরে ফিরে এসে সদরের মডেল মসজিদের সামনে বন্যার্তদের ৬শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ১কেজি, চিনি ১ কেজি,লবণ ১ কেজি, ভোজ্য তৈল ১ লিটার, মসল্লা ৩ পেকেট।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, মিঠামইন সদর ইউ, পি চেয়ারম্যান এ্যাড-শরীফ কামাল, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, কাট খাল ইউ,পি চেয়ারম্যান তাজুল ইসলাম।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, মিঠামইনে এ পর্যন্ত ৪ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। আমরা প্রতিক্ষণে পরিস্থিতির উপর নজর রাখছি। চিকিৎসার জন্য মেডিকেল টিম তৈরি রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন

আরো পড়ুন

banner image
banner image