• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিমানবাহী রণতরী চালু করল চীন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২২ পিএম
বিমানবাহী রণতরী চালু করল চীন
রণতরী

আন্তর্জাতিক ডেস্ক: চীন আরও একটি বড় সামরিক অগ্রগতি সাধন করেছে । শুক্রবার (১৭ জুন) দেশটি তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে।

এএফপির খবর অনুযায়ী, ফুজিয়ান নামের রণতরীটির লঞ্চিং অনুষ্ঠানটি সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্বারা ডিজাইন ও নির্মিত এটি প্রথম ক্যাটাপল্ট-টাইপ এয়ারক্রাফট। 'টাইপ ০০৩’ রণতরীটির নির্মাণকাজ চীনের সাংহাই শহরের উত্তর-পূর্বাঞ্চলের জিয়াংনান শিপইয়ার্ডে ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষকরা জানিয়েছেন, রণতরী তৈরি ‘চীনের চলমান আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান সামরিক শৌর্যের প্রতীক।’

গত এপ্রিল মাসে চীনের নৌবাহিনী রণতরীটির একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। তাতে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী চালুর বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image