• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আইএলওর সব কনভেনশন অনুস্বাক্ষর করছে বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান
আন্তর্জাতিক শ্রম সংস্থা

নিউজ ডেস্ক:   শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব কটি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এ কনভেনশন অনুযায়ী, ১৪ বছরের নিচে কেউ শিশুদের কাজে নিয়োজিত করতে পারবে না।

রোববার সুইজারল্যান্ডের জেনেভোয় আইএলওর গভর্নিং বডির ৩৪৪তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান ।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশের পক্ষে ১৩৮ কনভেনশনের অনুস্বাক্ষরকৃত পত্র আগামীকাল আইএলওর মহাপরিচালক গাই রাইডারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে আইএলও কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদও এই কনভেনশন অনুস্বাক্ষরের পক্ষে জোরালো সুপারিশ করেছে।

শিশুশ্রম নিরসনে সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে দেশের সব শিল্প খাতকে শিশুশ্রমমুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি সরকার আরও পাঁচটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ খাত ঘোষণা করেছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image