
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের নামে ৫ শতক জমি দান করেছেন ২ সহদর ভাই রাশেদুর ইসলাম ও আছাববর আলী। আর এ দানের ঘটনায় ২ ভাই ইউনিয়ন বাসীর কাছে বেশ প্রশংসিত হয়েছেন ।
জানা গেছে, উপজেলার ৭ নং বড়আলমপুর ইউনিয়নের মৃত্যু আজিজার রহমানের পুত্র রাশেদুল ইসলাম ও আছাববর আলী। দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বাসীর জন্য বেশ সমাজ সেবামুলক কর্মকান্ড চালিয়ে আসছেন । এ কর্মকান্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে তাহারা গত ১৫/০২/২৩ ইং ১৭৫৮/২৩ নং দলীল মুলে উল্লেখিত ইউনিয়ন পরিষদের নামে ০৫ শতাংশ জমি বিনামুল্যে দ্বান করেছেন । যার জেএল নং-১৭১, এসএ খতিয়ান-৪৪, আর এস খতিয়ান-১১৬, আর এস দাগ নং-১৬১৩, জমি-৬৩ শতকের মধ্যে ০৫ শতক ।
এ বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মোঃ হাফিজুর রহমান সেলিম বলেন, এলাকার লোকজনের চলাফেরার স্বার্থে তাদের নিজস্ব টাকা দিয়ে জমি কিনে দান করেছে যা এক বিরল ঘটনা। এখান থেকে বড় আলমপুর ইউপি সহ পীরগঞ্জ বাসীর অনেক শিক্ষা নেওয়ার আছে। সেই সাথে জমি দানকারীদের প্রতি আমার ইউনিয়ন পরিষদ ও ব্যাক্তিগত পক্ষ থেকে সব সময় দোয়া,ভালোবাসা থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: