• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দক্ষিণে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে: মেয়র তাপস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম
দক্ষিণে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে দুই মাস ডেঙ্গুর উৎসগুলো ধ্বংসের কার্যক্রম নিয়েছি। যার ফলে এডিশ মশার উপদ্রব থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে পেরেছি।

বুধবার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বহুতল শপিংমলের নির্মাণ কাজের উদ্বোধন করে এসব কথা বলেন সাংবাদিকদের তিনি।

দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস বলেন, আমরা প্রথম থেকে ও আগাম প্রস্তুতি নিয়ে ছিলাম। আমাদের কাছে যে জরিপ এসেছিল সে ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়েছি। দুই মাসজুড়ে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে ডেঙ্গুর উৎসগুলো ধ্বংসের কার্যক্রম চলেছে৷

মেয়র তাপস বলেন, কালকের হিসাব অনুযায়ী আমাদের দক্ষিণ সিটিতে ডেঙ্গুরোগীর সংখ্যা ৪০ জন। এই মৌসুমে এটা দক্ষিণ সিটিতে সর্বোচ্চ। আমরা যে কার্যক্রম নিয়েছি এতে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫, ২০, ২৫ জনে রাখতে পেরেছি। আমরা মনে করি ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image