
নিউজ ডেস্ক : এনডিআরএফের দুটি দল তুরস্কে পাঠানো হবে। প্রতিটি দলে ১০০ জন উদ্ধারকর্মী থাকবেন। তাঁদের সঙ্গে ‘ডগ স্কোয়াড’ থাকবে।
তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কয়েক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে দেশটিতে চিকিৎসক, উদ্ধারকর্মী ও ত্রাণসামগ্রী পাঠানোর কথা জানিয়েছে ভারত।
নয়াদিল্লির পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দিয়ে বলা হয়, যত দ্রুত সম্ভব তুরস্কে যাবেন ভারতীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে। যত দ্রুত সম্ভব ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একদল উদ্ধারকর্মী ও চিকিৎসক তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ত্রাণসামগ্রীও পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এনডিআরএফের দুটি দল তুরস্কে পাঠানো হবে। প্রতিটি দলে ১০০ জন উদ্ধারকর্মী থাকবেন। তাঁদের সঙ্গে ‘ডগ স্কোয়াড’ থাকবে। তাঁরা তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুত। এ ছাড়া প্রশিক্ষিত চিকিৎসক ও প্যারামেডিকদের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: