• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়
উপ-হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক:  যথাযথ মর্যাদায় ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ রোববার উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩।

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং 'মুজিব চিরঞ্জীব' মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে উপ-হাইকমিশনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, কাউন্সেলর (রাজনৈতিক), তুষিতা চাকমা ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, '২৬ মার্চ ১৯৭১-এর প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেয়ার পর বাংলাদেশের মুক্তিকামী জনগণ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবিলা করে দেশ স্বাধীন করার জন্য। নয় মাসে ৩০ লাখ প্রাণের বিনিময়ে, বাঙালি জাতির অভূতপূর্ব বীরত্বে, আমরা অর্জন করি মহান স্বাধীনতা। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছি।'

এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রায় যোগ দিতে উপ-হাইকমিশনার সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক), শেখ মারেফাত তারিকুল ইসলাম। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image