
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে রবিবার ( ২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ।
দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী তুলে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক পইম উদ্দীন আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, আবুল হোসেন, আয়ুব আলী, সহকারী শিক্ষক সাহিদুল জব্বার শাহীন, আমিনুল ইসলাম, জিল্লুর হোসেন সরকার, সহিদুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: