
ডেস্ক রিপোর্টার : বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করে দিতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখাই হবে আমাদের মূল প্রচেষ্টা৷
৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সৎ উদ্দেশ্যে কাজ করলে যে কোনো জায়গাতেই সফলতা নিয়ে আসা সম্ভব হয়, সেটা মেনেই আমি কাজ করি৷ দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই আমার বড় লক্ষ্য৷
তিনি বলেন, নির্বাসন জীবন থেকে ফিরে এসে, কোনো স্বজনকে নয়৷ পাশে পেয়েছিলাম এ দেশের অগণিত মানুষকে৷ সেই থেকে জনগণ আর দলই আমার পরিবার৷
আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জনগণের জন্য কাজ করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তারা আসলে লুটেরা দল৷ ধন-সম্পদ কারো চিরদিন থাকে না৷ মরলে সবাইকে মাটির নিচে যেতে হবে৷ কেউ কিছু নিয়ে যেতে পারে না৷ বেশি করলে...বদনামটা নিয়ে যেতে হয়৷ কাজেই সেটা যেনো না হয়৷
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: