• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চারা রোপন কর্মসুচি ও বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৪ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
চারা রোপন কর্মসুচি ও বীর নিবাস নির্মাণ
চারা রোপন কর্মসুচি উদ্বোধন

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে আম গাছের চারা রোপন কর্মসুচি ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (বীর নিবাস) প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৩ আগস্ট) আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন আটোয়ারীর -বারঘাটি পাকা সড়কের ধারে আম গাছের চারা রোপন করে কর্মসুচির শুভ উদ্বোধন এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (বীর নিবাস) প্রকল্পের আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের নামে বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণ কাজ ফলক উম্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে শুভ সুচনা সহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। 

এসময় উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী

আরো পড়ুন

banner image
banner image