
রানীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার রাণীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে মুকুল রানা (৩৭) নামে এক শিক্ষকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
শনিবার ৬ নভেম্বর সন্ধ্যায় পুরাতন সেন্টার রফিক ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উপজেলার গোগর সরকার পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে এবং কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্ত্রীসহ তার এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক সন্ধা ৬ টার দিকে গোগর হতে রাণীশংকৈলে একটি পালসার মোটরসাইকেল যোগে আসার পথে শিক্ষক মুকুল রানা পুরাতন সেন্টার নামক এলাকায় দুর্ঘটনা কবলিত হয়ে পরে থাকে। পরে পথচারীরা দেখতে পেয়ে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কোন যানবাহনের সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারছেনা। তবে স্থানীয়রা মনে করছেন ভারী কোন যানবাহনের সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে ।
এ ব্যাপারে থানা ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি জানতে পেরেছি, হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।
ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির/কেএন
আপনার মতামত লিখুন: