• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁওয়ে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের মতবিনিময়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম
গফরগাঁওয়ে সেনাবাহিনী ও উপজেলা
প্রশাসনের মতবিনিময়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ের হামলা,ভাংচুর, সহিংসতা, অগ্নিসংযোগসহ সকল ধরনের নৈরাজ্য প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকালে সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে ও দুপুরে বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মত বিনিমিয় সভার আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রোবাইয়া ইয়াসমিন। 

এছাড়াও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বাদল, বারবাড়িয়া উচ্চ প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, কালাইর পাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল হোসেন, হেফাজত ইসলাম নেতা মনিরুল ইসলাম প্রমুখ। মতবিনিমিয় সভায় মেজর নোমান বলেন’’বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সকল ধরনের নৈরাজ্য প্রতিরোধ ও জনমনে শান্তি স্বস্তির জন্য কাজ করে যাচ্ছে। 

এসকল ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশৃঙ্খলা প্রতিরোধ ও এলাকায় শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ’ মত বিনিময় সভায় শিক্ষক,শিক্ষার্থী, আলেম সমাজের প্রতিনিধি,ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image