• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফারাক্কার গেট খুললেও প্রভাব পড়েনি রাজবাড়ীর পদ্মায়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম
রাজবাড়ীর পদ্মায় প্রভাব পড়েনি
ফারাক্কার গেট

নিউজ ডেস্ক : ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির কারণে ফারাক্কা ব্যারেজের সব গেইট খুলে দেয়ার খবরে পদ্মাপাড়ের সব অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এর প্রভাব পড়েনি রাজবাড়ীর পদ্মা নদীতে।

গত ১৫ ঘণ্টায় মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত জেলার তিনটি গেজস্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পওর বিভাগ) উপ-সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, গত ১৫ ঘণ্টায় সদরের মহেন্দ্রপুর গেজস্টেশন পয়েন্টে ২ সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টে ৯ সেন্টিমিটার পদ্মা নদীর পানি কমেছে। এ ছাড়া পাংশার সেনগ্রাম গেজস্টেশন পয়েন্টেও নতুন করে পানি বাড়েনি।

তিনি বলেন, মহেন্দ্রপুর গেজস্টেশন পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৫০ সেন্টিমিটার। সেখনে পানি ৮ দশমিক ০১ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। দৌলতদিয়া গেজস্টেশন পয়েন্টে পানির বিপৎসীমা ৮ দশমিক ২০ সেন্টিমিটার। সেখানে পানি ৬ দশমিক ৭৮ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। আর সেনগ্রাম গেজস্টেশন পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৫২ সেন্টিমিটার। সেখানে পানি ৯ দশমিক ০৭ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।

ফারাক্কা ব্যারেজের পানি রাজবাড়ীর পদ্মা নদীতে আসতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। তবে পানি খুব বেশি বাড়ার আশঙ্কা নেই।

পানি বাড়লে রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ, কালুখালীর রতনদিয়া, হরিণবাড়িয়া, পাংশার বাহাদুরপুর, হাবাসপুর ও গোয়ালন্দের দেবগ্রাম এবং দৌলতদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পানি রাজবাড়ী শহর রক্ষার বেড়িবাঁধ পাড় হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ পানি বেড়িবাঁধ পাড় হতে গেলে নদীতে অন্তত ১৭ ফিট পানি বাড়তে হবে। এতো পরিমাণ পানি বাড়ার কোনো আশঙ্কা নেই। তাই জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন পাউবোর ওই কর্মকর্তা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image