
রেজওয়ান আলী, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ৩রা নভেম্বর ভোর রাত্রিতে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর থানার বিভিন্ন এলাকা থেকে মাদক, চোরাচালান, নারী শিশু নির্যাতন, চুরি ও অন্যান্য মামলার ১০ টি জিআর পরোয়ানা ভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন,জি আর -৩৪৪/২১ এর আসামি-কল্যাণপুর মহল্লার মৃত্যু গোলজার হোসেনের ছেলে মোঃ বাবুল হোসেন(৫০), ১৬৫/২১ এর আসামি-থানা পাড়ারমৃত মঙ্গলা পাহানের ছেলে শ্রী মুন্না পাহান (৩৫), ST- ৪০২/১৯ এর আসামি-পূর্ব জগন্নাথপুর কলোনি পাড়ার মৃতঃ মিজানুর রহমানের ছেলে মোঃ সামিউল মন্ডল, জি আর-২১৪/২১ এর আসামি-পূর্ব জগন্নাথপুর মহল্লার স্বামীঃ আব্দুল কাদেরের স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম দুলালী (২৫), ২১৪/২১ এর আসামি-একই মহল্লার স্বামীঃ মুকুল হোসেনের স্ত্রী মোছাঃ হারেছা বেগম(৪৪), ৩১/২১ এর আসামি-ইসলাম পাড়ার আব্দুল হানিফের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫), ST-২১৪/১৬ এর আসামি-ঢেলুপাড়ার মৃত্যু নজিবর মিয়ার ছেলে জুয়েল মিয়া(৩৫), ২৯/২১ এর আসামি-মাহমুদপুর মহল্লার নজির ইসলামের ছেলে মোহাম্মদ রেজওয়ান হক-১৯০/২১ এর আসামি-মুকুন্দপুরের সন্তোষ বাসকের ছেলে শংকর বাসকে (২৬), ২৫৩/২০ এর আসামি-পূর্ব জগন্নাথপুর মহল্লার মৃতঃ রাজা মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা (২৮), উক্ত গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।।
ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী
আপনার মতামত লিখুন: