• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেরপুরে বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম
র্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায়
বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি: শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউটে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাকান্দি রামপুর এলাকাস্থ ওই বিদ্যালয়ে এ সততা স্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে কর্মে, চিন্তা, চেতনায় সৎ হতে হবে। এ সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়দুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত কার্যালয়, জামালপুরের উপপরিচালক মলয় কুমার সাহা, শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান তপন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু হানিফ খোকা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফুন নাহার শম্পা। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image