
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন। বুধবার (২ আগস্ট) বিকেল সোয়া ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। রংপুরে দুপুর সোয়া ১টার দিকে পৌঁছান তিনি।
দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে রংপুর সার্কিট হাউসে এসেছেন।
প্রধানমন্ত্রী বিকেল ৩টায় মিনিটে সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশে রওনা দেন তিনি। বিকেল ৫টা ২০ মিনিটে মহাসমাবেশে বক্তব্য শেষ করে তিনি ক্যান্টনমেন্ট হেলিপ্যাডের উদ্দেশে সড়কপথে রওনা দেবেন। শেখ হাসিনা সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রী দলীয় এই মহাসমাবেশে যোগ দেয়ার পাশাপাশি ২৭টি প্রকল্প উদ্বোধন ও ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার আগমন ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বার্তার আশা করছেন উত্তরের মানুষ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: