শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুটি রিসোর্টে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১১ নারী ও ১০ পুরুষকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) ভোর সকালে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকার গ্রিণ প্যালেস টি রিসোর্ট এবং টং থাই রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
জানা যায়, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবা, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়নগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও রিসোর্ট দুটি থেকে অসামাজিক কার্যকলাপে ২১ নারী-পুরুষ আটক হয়।
এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে গ্রিণ প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টের মালিকরা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাদের দিয়ে এই ব্যবসা চালানো হতো।
এদিকে শ্রীমঙ্গল সুশীল সমাজ সহ তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী তুলে শ্রীমঙ্গল পর্যটনের শহরে এই শহরে বিভিন্ন হোটেল রিসোর্টের মালিক, ম্যানেজার এইসব অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। প্রশাসন এব্যাপারে আরোও কঠোর হতে দাবী জানান। হোটেল মালিকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এইসব বন্ধে।
শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাশ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: