• ঢাকা
  • রবিবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজায় ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনদের প্রাণ বাঁচানোর আর্তি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৯ পিএম
গাজা
গাজায় আহত ফিলিস্তিনি শিশু

নিউজ ডেস্ক:  ইসরায়েল ও হামাসের  সংঘর্ষের সপ্তম দিনের মতো চলছে। গত কয়েক দিনে হামাসের ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের হামলার পর সৃষ্ট ধ্বংসযজ্ঞের একটি ভিডিও প্রকাশ পেয়েছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলি রকেটের আঘাতে ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে মানুষ এখনও আটকে আছে। এসব মানুষ প্রতিনিয়ত সাহায্যের আবেদন জানালেও কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসছে না।

ভাইরাল হওয়া এই ভিডিওতে একজন মহিলাকে ধ্বংসস্তূপের নিচে থেকে সাহায্য চাইতে দেখা যাচ্ছে। কিন্তু গাজায় কাউকে সাহায্য করতে দেখা যাচ্ছে না। এই ভিডিওতে দেখা যাচ্ছে, কিভাবে তার কাঁপতে থাকা হাতগুলো ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করছে। কিন্তু এলাকায় কোনো উদ্ধার অভিযান না চলায় তাকে কেউ সাহায্য করতে পারছে না।

 ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ তীব্রতর হচ্ছে। এদিকে, জাতিসংঘ (ইউএন) বলেছে যে গাজা উপত্যকায় ৪২৩০০০ এরও বেশি মানুষ এখন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এই সন্ত্রাসী হামলায় ১৩০০ এরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে বেসামরিক লোক এবং সৈন্য রয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।  গাজাতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে ১৫০০ ফিলিস্তিনি।

তথ্য অনুযায়ী, ইসরায়েল জনগণকে গাজা উপত্যকা খালি করতে বলেছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী আকাশ থেকে লিফলেট ফেলেছে, এসব লিফলেটে লেখা আছে "ইসরায়েলি সেনাবাহিনী হামাসের হামলার জবাব দিচ্ছে। হামাস যেসব ভবনে কাজ করছে সেগুলো ধ্বংস করা হবে।"
 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image