
সুমন দত্ত: গণতন্ত্র চর্চাকারী দলগুলো দেশে আজ সহিংসতা ডেকে আনছে। গণতন্ত্র সমাজে শান্তি আনতে পারছে না। বাংলাদেশ আজ আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ইসলাম আনতে পারে শান্তি। রবিবার জাতীয় প্রেসক্লাবে ইসলামি সমাজ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর।
আমীর বলেন, বর্তমান সংবিধান মানুষের তৈরি সংবিধান। এই সংবিধান দেশে শান্তি আনতে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে ইসলামের নামে এক হওয়ার আহবান জানান। তিনি বলেন এদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ কথা বিশ্বাস করেন যারা তারা সবাই এক ছাতার তলে সমবেত হোন। এদেশে যার যার ধর্ম সে সে পালন করবে। এমন সমাজ কামনা করি আমরা।
আগামী ২৭ আগস্ট মিরপুর ১ নং ইদগাহ ময়দানে গনসমাবেশ হবে। সেদিন সমাবেশ সফল করার জন্য সরকার ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সহযোগিতা চান তিনি।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: