বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর নামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন করে দিয়েছে ইটনা উপজেলা ছাত্রদল।
১৬ আগস্ট (শুক্রবার) বিকালে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কলেজটির নাম পরিবর্তন করা হয়। তখন উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতে খাইরুল আলম সুমন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রকিব মিয়া, মোহাম্মদ রাসেল, মোঃ রোমান, মোঃ দিদার, সাকিব, সাব্বির আহমেদ, রেজাউল, মো: শাকের হোসাইন, আরমান শরিফ প্রমূখ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন জানান, ইটনার আপামর জনসাধারণ ও ছাত্র সমাজ মিলিত হয়ে ইটনার ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অন্যতম নিদর্শন ইটনা কলেজের আদি পরিচয় ফিরিয়ে দিয়েছি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ এই নাম পরিবর্তন করে ইটনা সরকারি মহাবিদ্যালয় নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিনের কাছে এই বিষয়ে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: