• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্যার প্রধান কারণ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:১৫ পিএম
বন্যার প্রধান কারণ
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

ডেস্ক রিপোর্টার: বন্যা নিয়ে কোনো সংস্থা সঠিক পূর্বাভাস দিতে পারেনি। বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে যাবে, তা বলা যায় না। তবে প্রস্তুতি যতটা নেয়া যায়, নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার প্রধান কারণ বৃষ্টির পানির পাশাপাশি উজানের ঢল ।

রোববার (১৯ জুন) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনামগঞ্জের বিভিন্ন এলাকার কয়েকটি রাস্তা কাটা হয়েছে। এর ফলে পানি সহজে নেমে যাচ্ছে। আরও কোথাও রাস্তা কাটার প্রয়োজন হলে কাটা হবে।

পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বন্যা মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৩০ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এর পরে প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

তিনি বলেন, ‘নিম্নাঞ্চলগুলো দ্রত প্লাবিত হয়। আমরা এখন সব কাজ করে ফেলতে পেরেছি, এ কথাটি সঠিক নয়। কিছু কিছু জায়গা উদ্ধার করা হয়েছে। কিছু কিছু খাল খনন করা হয়েছে এবং তা এখনো চলছে। সেই সঙ্গে উদ্ধারের কাজ চলছে। এর মানে এ নয় যে, আমরা সন্তুষ্ট বা আমাদের কাজ শেষ হয়ে গেছে। যেসব নতুন সিটি করপোরেশনে আওতাভুক্ত এলাকা রয়েছে, যার বেশির ভাগই নিম্নাঞ্চল, সেখানে অবকাঠোমোগত সমস্যা রয়েছে, সেগুলোর উন্নয়নে ইতোমধ্যে প্রায় চার হাজার কোটি টাকা বেশি অর্থায়নের একটি প্রকল্প পাস করা হয়েছে। এটির কাজও চলমান। প্রকল্পের কাজ শেষ হলে আশা করি সেখানে অবস্থার উন্নয়ন হবে।’

বন্যা হবে, তবে কতটুকু হবে, সে পূর্বাভাস আমাদের কোনো সংস্থা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৮ সালে আমরা মোকাবিলা করেছি। এর আগে বহুবার মোকাবিলা করেছি। ৯৮ সালে তো সারা বাংলাদেশ প্লাবিত হয়ে গিয়েছিল। অনেকে বলেছিল ২ কোটি মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় সব প্রস্তুতি নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী গোটা জাতির দায়িত্ব নিয়েছেন এবং যে দায়িত্ব পালনের জন্য যা যা যেখানে যেখানে করা দরকার তা করা হচ্ছে।’

বন্যা পরিস্থিতি অবনতির বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্যই আমরা আশঙ্কা করতে পারি। কিন্তু খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমাদের অপ্রস্তুত থাকা উচিত নয়। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।’

ঢাকা শহরে ডেঙ্গুর বিষয়ে সরকারের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আমরা সাধারণত মার্চ ও এপ্রিল থেকে ব্যবস্থা গ্রহণ করি। এবারও সে উদ্যোগ নেয়া হয়েছে। উভয় মেয়র এ নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image