
নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজ ডেস্ক: আজ বুধবার ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য পেতে হলে পরিকল্পিত ক্রিকেটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলেই সতর্ক কিউই অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল ৪টায়।
বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিক ফিরেছেন। লিটন আসায় গভীর বেড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। নাঈমের সঙ্গে ওপেনিং লিটন সাকিব তিনে মুশফিকের প্রিয় পজিশন চার নম্বরে। ম্যাচের পরিস্থিতি বুঝে অধিনায়ক মাহমুদউল্লাহ আফিফ সোহানদের ব্যাটিংয়ে হবে রদ বদল। সাকিব থাকলেও উইকেট বিবেচনায় বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। আর কাটার মাস্টারের সঙ্গে শরিফুল নিশ্চিত।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধরা জয়ই শুধু নয়। সংকল্প একটা সিরিজ জিততে চায় বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হারের প্রতিশোধের জ্বালাও মেটাতে চায় বাংলার বাঘেরা।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, দলগতভাবে ভালো ক্রিকেট খেলার যে মন-মানসিকতা ও পজিটিভ চিন্তা সেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ছিল। অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমাদের মূল বিষয়গুলোকে মাথায় নিয়েই নিউজিল্যান্ডের সঙ্গে খেলা উচিত।
মূল দল না আসলেও, লাথাম, নিকোলস, গ্র্যান্ডহোম, হ্যানরিদের মতো অভিজ্ঞদের সঙ্গে তরুণ্যের মিশেলে দারুণ দল নিউজিল্যান্ড। কিন্তু মাইটি অস্ট্রেলিয়া গুঁড়িয়ে দেওয়ার পর এবার কী হবে নিউজিল্যান্ডের? একে তো ফর্মে তুঙ্গে টাইগাররা। তার ওপর ঘরের মাঠ। সাকিব নাসুমের স্পিন ভেলকি মুস্তাফিজের কাটার ধাঁধা। তাই কিনা সতর্ক অতিথিরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে একটিতেও জয় পায়নি বাংলাদেশ।
ঢাকানিউজ২৪.কম / কে/এন
আপনার মতামত লিখুন: