• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নভেম্বরে বাইডেন-শি জিনপিং এর সাক্ষাৎ হচ্ছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
বাইডেন
বামে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ডানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

আগামী নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে। এই বৈঠকটি সম্ভবত ক্যালিফোর্নিয়া রাজ্যে সান ফ্রানসিসকোতে হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সূত্রে এ কথা বলা হয়। 

আমেরিকা চীন কূটনৈতিক সম্পর্ক যখন তলানিতে তখন এই খবর স্বস্তিদায়ক বলছেন বিশ্লেষকরা। মার্কিন যে কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট তার নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। 

আগামী সপ্তাহে আমেরিকা ও চীনের পররষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকের পরই দুই দেশের রাষ্ট্র প্রধান নিয়ে বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিনা তা জানা যাবে। তবে দুই দেশের কূটনীতিকরা বাইডেন --শি জিনপিং এর বৈঠক নিয়ে পরিকল্পনা করছেন।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক ইমেল বার্তায় বলেছেন, "চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে।" তাদের আশা উভয় পক্ষকেই কাজ করতে হবে, পরস্পরের বাধা অতিক্রম করতে হবে এবং সুনির্দিষ্ট কাজের মাধ্যমে বিরোধের ক্ষেত্র গুলো মীমাংসা করতে হবে এবং দুই দেশের মধ্যে সংলাপ বাড়াতে হবে এবং সরল বিশ্বাসে একে অপরকে সহযোগিতার হাত প্রসারিত করে দিতে হবে,

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image