
নিউজ ডেস্ক: গণফোরামের ষ্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন খান এর মৃত্যুতে গণফোরামের গভীর শোক প্রকাশ।
৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা, নাটোর কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, গণফোরাম এর ষ্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন খান বিকাল ৪.০০ ঘটিকায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)।
গণফোরাম এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী ও বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা অধ্যাপক ড. আবু সাইয়িদ ও গণফোরামের মুখপাত্র সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন সমাজসেবক, দেশপ্রেমী মানবদরদী নির্লোভ রাজনীতিবিদকে হারালাম।
নেতৃবৃন্দ আরো বলেন আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: