• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে ঢাপরকাঠির ব্রীজটি এখন মড়ন ফাদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৪ পিএম
ঢাপরকাঠির ব্রীজটি এখন মড়ন ফাদ
ঢাপরকাঠির ব্রীজ

বাকেরগঞ্জ প্রতিনিধি,  বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পশ্চিম ঢাপরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন- কাজী বাড়িরর সম্মুখের ব্রিজটির বেহাল অবস্থা।

এটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ, প্রতিনিয়ত হাজারো লোকের যাতায়াতে মাধ্যম এই ব্রিজটি। বর্তমানে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে প্রতিনিয়ত পথচারীসহ ভোগান্তিতে পড়েছেন পশ্চিম ঢাপরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশা কোমলমতি শিশুরা।

এমতাবস্থায় ব্রিজ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে অনেকেই। দীর্ঘ দিন ব্রিজ টি সংস্কারের অভাবে পড়ে থাকলেও নেই কারো দৃষ্টি। কলসকাঠী ইউনিয়ন চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি যাতে করে এই ব্রিজটি পুননির্মাণ কিংবা সংস্কার করা হয়। এতে করে পথচারী সহ বিদ্যলয়ে আশা কচিকাচা শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষের কষ্টের অবসান ঘটবে বলে আশা বাদি এলাকাবাসী।

 

ঢাকানিউজ২৪.কম / জাহিদুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image