
নিউজ ডেস্ক: কানাডায় ভারতীয় মিশন তাদের ভিসা কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। খালিস্তানি নেতা হারদিপ সিং নির্জ্জর হত্যা নিয়ে দুদেশের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে এই সিদ্ধান্ত নিল ভারত।
কানাডার নাগরিকদের জন্য ভিসা স্থগিতের এই ঘোষণা ভারতের কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে দুই দেশ একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছিল।
ভারতের ভিসা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিএলএস নামক একটি ওয়েবসাইট। সেখানে বলা হয়েছে নোটিশ না দেওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা স্থগিত করা হলো। স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে অপারেশনাল ম্যাটার।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: