• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দলিল যার ভূমি তার বিধান রেখে আসছে ভূমিস্বত্ব আইন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৪ পিএম
ভূমিমন্ত্রী
ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

নিউজ ডেস্ক: দলিল যার ভূমি তার, এমন বিধান রেখে ভূমির ব্যবহারস্বত্ব গ্রহণ আইন পাস করতে যাচ্ছে সরকার। শীতকালীন অধিবেশনে এটি সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এতে দখলস্বত্ব আইনের অজুহাতে সরকারি বেদখল সম্পত্তি এবং ব্যক্তি মালিকানার সম্পত্তিও রক্ষা পাবে বলে মনে করা হচ্ছে।

'বার্তা, দাপ্তরিক স্মৃতিকোষ এবং অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ অনুষ্ঠান হয়।

দেশে এ বছর ৩০ জুন পর্যন্ত প্রায় ৪২ লাখ মামলা হয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা রয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৫৬৭। মামলাজট কমাতে এবার দখলের ভিত্তিতে জমির মালিকানার বিধান বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। ১৮৮৫ সালের দখলস্বত্ব আইনটি সম্প্রতি সংশোধনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আশা, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেই আইনটি তোলা সম্ভব হবে।

দখলস্বত্ব আইন অনুযায়ী, কোনো সম্পদ ১২ বছর পর্যন্ত নিজের দখলে রাখতে পারলেই সেই সম্পদের মালিকানা দাবি করা যায়। আইনটি পরিবর্তন হলে, জমির মালিকানা নির্ধারণ হবে দলিলভিত্তিক। যার নামে দলিল থাকবে তিনিই হবেন মালিক।

ভূমিমন্ত্রী জানান, দখলস্বত্ব আইনের অজুহাতে প্রচুর সরকারি সম্পত্তি বেদখল হয়েছে। ব্যক্তি মালিকানার অনেক সম্পত্তি নিয়েও মামলা চলছে আদালতে। এর বাইরেও জমির দখল নিয়ে সহিংসতার কারণে মামলা নিত্য ঘটনা।

মন্ত্রী বলেন, দলিল না থাকার পরও দীর্ঘদিন সম্পদ দখলে রাখা সমীচীন হতে পারে না। আইনটিতে পরিবর্তন আসলে দেওয়ানি মামলার একটি বড় অংশই কমে আসবে বলে আশা করেন ভূমিমন্ত্রী।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image