• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না : প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪২ পিএম
বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না। ছিন্নমূল মানুষের কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে সরকার, তাই তাদের মুখে হাসি ফোটানোই বড় পাওয়া।

বুধবার (২২ মার্চ) গণবভন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে সুবিধাভোগীদের কাছে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। আজ ৭ জেলাটি এবং ১৫৯টি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষ ঠিকানাহীন থাকবে না। শুধু আবাসনই নয়, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল মানুষের কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে সরকার। আর তাই ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোই বড় পাওয়া।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলা তিনটি হলো, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।

সারা দেশের সব উপজেলায় চতুর্থ ধাপের ৩৯ হাজার ৩৬৫টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করা হলো আজ। এর আগে প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর হস্তান্তর করা হয়। আজকের পর হস্তান্তরিত মোট গৃহের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ১৫ হাজার ৮২৭টি। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এসব তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন। এর আগে পঞ্চগড় ও মাগুরা জেলাকে তিনি ভূমিহীন-গৃহহীন হিসেবে ঘোষণা করেছিলেন। আজ গৃহ হস্তান্তরের পর দেশে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়াল ৯টিতে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image